ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ২০২৫ আজ (রবিবার, ৩১ আগস্ট) সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিকদের উপস্থিতি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
নির্বাচনে সভাপতি পদে শামস শামীম ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুর রহমান পীর পেয়েছেন ১৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বীতাকারী দিলাল আহমদ পেয়েছেন ১৬ ভোট।
সহ-সভাপতি পদে সেলিম আহমদ তালুকদার ২৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন, কামরুল হাসান চৌধুরী ১৪ ভোট পেয়ে হয়েছেন দ্বিতীয়।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ৩৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন শাহরিয়ার সুমন।
অন্যদিকে অর্থ সম্পাদক পদে লুৎফর রহমান,
দপ্তর সম্পাদক পদে মনোয়ার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান,
নির্বাহী সদস্য পদে আনিসুজ্জামান চৌধুরী ইমন, আশিকুর রহমান পীর, মাসুম হেলাল, শহীদনূর আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ৪৫ জন ভোটারের মধ্যে ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোট ছিল ১ টি।
নির্বাচনে ভোট গণনা শেষে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার একে কুদরত পাশা, নির্বাচন কমিশনার ফজলুল করিম সাঈদ এবং প্রিজাডিং অফিসার এনামুল হক মোল্লা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
সুনামগঞ্জের গণ মাধ্যম কর্মীদের প্রত্যাশা, রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির নেতৃত্বে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিকে আরও গতিশীল করে তুলবেন এবং নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।