স্টাফ রিপোর্টারঃ
হাওর এলাকার প্রকৃতি ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে নীতি ও নেতৃত্বের পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের উপাধ্যক্ষ সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান। তিনি বলেন,”হাওর অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধান না হওয়ার মূল কারণ হলো সঠিক নেতৃত্ব ও কার্যকর নীতির অভাব। সৎ নেতৃত্বের মাধ্যমে হাওরের উন্নয়ন সম্ভব।”
পথসভায় তিনি আরো বলেন, হাওরের কৃষক, জেলে ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণকে বঞ্চিত রেখে কোনো উন্নয়ন টেকসই হবে না বলেও তিনি উল্লেখ করেন।রবিবার (৭সেপ্টেম্বর)বিকালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।উনি আরো বলেন আমাদের অবস্থার পরিবর্তন আনতে হলে নীতির পরিবর্তন এনে আমাদের কুরআন সুন্নাহ’র নীতিতে চলতে হবে,এতে সকলের অধিকার সুরক্ষা পাবে।সবাই সমান ভাবে অধিকার পাবে। উনি বলেন নেতৃত্বের জায়গায় সৎ যোগ্য ও খোদাভিরু লোকের প্রয়োজন।যে নেতৃত্ব সবার জন্য সমান চিন্তা করবে একচুল নীতির পরিবর্তন করবে না।উনি বলেন আমরা ভাটির মানুষ দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হই।আমরা কয়েক দফা নৌকাকে দেখেছি,ধানেরশীষ দেখেছি,লাঙ্গল দেখেছি।এই সময় গুলোতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা মানুষের তৈরী আইনের মাধ্যমেই করেছে,আমাদের এই জায়গা গুলোর পরিবর্তন আনতে হবে,এছাড়াও তিনি এলাকার উন্নয়নে বিভিন্ন কথা বলেন।
অনুষ্ঠিত পথসভায় অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে,হাসান জারির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি আব্দুল্লাহ,মধ্যনগর উপজেলা আমীর আবু তাহের,এডভোকেট মহসিন রেজা মানিক প্রমুখ।