স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর ও কল্লাগাঁও ছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ১৭ জনকে আটক করেছে প্রশাসন। জেলা প্রশাসন, সুনামগঞ্জের তথ্য অনুযায়ী, রবিবার বিকাল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২টি নৌকা এবং আনুমানিক ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়। আটকৃতদের মধ্যে ১৬ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।এছাড়া একজন অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।
আটককৃত নৌকা ও বালু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর থানার ওসি’র জিম্মায় রাখা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।