সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ ভারতীয় শুটকি, ট্রাক ও গাড়ি চালক কে আটক করে। এ অভিযান করেন ছাতক থানা ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ’র নেতৃত্বে এসআই রাহিম মিয়া সঙ্গীয় ফোর্স সহ ৮ সেপ্টেম্বর সোমবার সকালে দুই হাজার আটশো বার কেজি শুটকি, ডিস্ট্রিক্ট ট্রাক ও চালক কে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। আসামী ট্রাক গাড়ি চালক শেরপুর জেলার শেরপুর সদর থানার সাংকিভাঙ্গা গ্রামের মোঃ জয়নাল আবেদীন’র পুত্র মোঃ শামীম(২৭) এর হেফাজতে থাকা ট্রাক গাড়ির ভিতর হইতে ভারতীয় ২৮১২ কেজি চিংড়ি শুটকি, যাহার মূল্য অনুমান-২৫,৩০,০০০/- টাকা এবং ০১টি TATA কোম্পানীর ট্রাক গাড়ি, যাহার মূল্য অনুমান-২০,০০০০০/- টাকা মোট ৪৫,৩০,০০০ টাকার মালামাল জব্দ করিয়া গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে এসআই রাহিম মিয়া বাদী হয়ে ছাতক থানায় একটি চোরাচালান মামলা রুজু করা হয়। ছাতক থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।