বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মো. মোস্তফা (৩২)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ভিটিপাড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার (২৫ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন ট্রাফিক পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এই অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জিবান। এ সময় এএসআই দিবাসসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানে মোস্তফার কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ (Officer’s Choice) জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।