সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা হাজী বুলবুল আহমেদ-কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা হাজী বুলবুল আহমেদ (৫১) ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে।
ছাতক থানার এস আই মো. সিকান্দর আলী, এস আই মোঃ রেজাউল করিম, এ এস আই মোঃ তোহা বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানিয়েছে, ছাতক ও কোম্পানিগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বেশ ক’টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তিনি অব্যাহতি পেলেও দুইটি মামলায় অভিযুক্ত রয়েছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।##