সুনামগঞ্জ, ১৯ জুলাই ২০২৫:
কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট মাসে আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রদল ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।
শুক্রবার বাদ জোহর শহরের জামতলা জামে মসজিদে এই মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রমজানুল করিম পাপন, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইব্রাহিম ও সদস্য সচিব সাদিকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।