ডেস্ক রিপোর্ট::
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে। এতে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড বা ন্যূনতম এক লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের প্রস্তাব রাখা হয়েছে।
খসড়ায় বলা হয়েছে, পেশাদার সাংবাদিকের বাসায় বল প্রয়োগ করে প্রবেশ, তল্লাশি বা সম্পদ জব্দ করা যাবে না। কোনো সরকারি কর্মচারী বা আইন প্রয়োগকারী সংস্থা ভয়ভীতি বা জোরপূর্বক তথ্যসূত্র প্রকাশে বাধ্য করতে পারবে না।
এছাড়া সাংবাদিকদের ব্যক্তিগত ও পেশাগত স্বাধীনতা রক্ষায় সরকার ও উপযুক্ত কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নিবর্তনমূলক আইন দিয়ে যাতে সাংবাদিকদের হয়রানি না হয়, তাও নিশ্চিত করতে হবে। জনস্বার্থে তথ্য সংগ্রহ বা প্রচারের কারণে কোনো সাংবাদিকের বিরুদ্ধে সহিংসতা বা হয়রানি হলে তা দণ্ডনীয় হবে।
খসড়ায় মিথ্যা অভিযোগের বিষয়েও শাস্তির বিধান রাখা হয়েছে। কেউ আইনানুগ কারণ ছাড়া মিথ্যা অভিযোগ করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, অংশীজনের মতামত নেওয়ার পর খসড়াটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।