অনলাইন ডেস্ক : দৈনিক তালাশ নিউজ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯), সদর দপ্তর সিলেট এর একটি আভিযানিক দলের অভিযানে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার মন্ডলীভোগ গ্রামের নুরু মিয়ার ছেলে রফিক মিয়া (৪৭)।
র্যাব-৯ সদর দপ্তর সিলেট থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ আগস্ট ২০২৫) আনুমানিক ১২:২৫ ঘটিকায় সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছাতক পৌরসভার একটি আবাসিক এলাকার ৩য় তলা বিশিষ্ট বিল্ডিংয়ে অভিযান চালায় র্যাব-৯ এর একটি আভিযানিক দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে রফিক মিয়া কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে তার দেখানো এবং খাটের নিচ হতে নিজ হাতে বাহির করে দেয়া মতে ৯০ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত রফিক মিয়া সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ এনে সুনামগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়,
মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।