অনলাইন ডেস্ক | দৈনিক তালাশ নিউজ
গতকাল (২৭ আগস্ট ২০২৫) সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা বালুমহাল ও রাবার ড্যাম পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা রাবার ড্যাম সংরক্ষণ, নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে জেলা প্রশাসকের কাছে দাবি উপস্থাপন করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসকের নির্দেশনা:-
খাসিয়ামারা নদীতে ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করা যাবে না।
রাবার ড্যামের অভ্যন্তরে স্টিল বডি নৌকা চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
আগামী ৭ দিনের মধ্যে রাবার ড্যামের উত্তর পাশ থেকে খাসিয়ামারা বালুমহাল ইজারাদারকে সব ড্রেজার ও স্টিল বডি নৌকা অপসারণ করতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সুনামগঞ্জ রাবার ড্যামের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত প্রতিবেদন দাখিল করবে এবং ইজারাদারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।
লিয়াকতগঞ্জ বাজারে ড্রেন নির্মাণ ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে।
খাসিয়ামারা নদীতে স্থায়ী রাবার ড্যামের প্রান্ত থেকে লিয়াকতগঞ্জ বাজার পর্যন্ত বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেছেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে রাবার ড্যাম সংরক্ষিত থাকবে এবং স্থানীয় নদীভাঙনসহ নানান ভোগান্তি থেকে মুক্তি মিলবে।