অনলাইন ডেস্ক | দৈনিক তালাশ নিউজ
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুজ জহুর সেতুর দক্ষিণ পাশে “মাসব্যাপী হস্ত কুটির শিল্প ও পণ্য মেলা-২০২৫” আয়োজনের নামে প্রচারণা চালানো হচ্ছে। তবে জেলা প্রশাসন সুনামগঞ্জ থেকে জানানো হয়েছে, উক্ত মেলার জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি।
বৃহস্পতিবার জেলা প্রশাসন, সুনামগঞ্জ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মেলার অনুমোদন সংক্রান্ত বিষয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের মেলা আয়োজনের জন্য তাদের কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদনহীনভাবে এ ধরনের মেলা বা অনুষ্ঠান আয়োজন করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই জনগণকে কোনো প্রকার লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।