স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জামালগঞ্জে শালিসি ব্যাক্তি শামছুল হকের উপর চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৮ জুলাই) বিকালে উপজেলার সেলিমগঞ্জ-শরীফপুর এলাকাবাসীর উদ্যোগে সেলিমগঞ্জ বাজার পয়েন্টে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন, শালিস ব্যক্তিত্ব মোঃ সামছুল হক, শরীরপুর জামে মসজিদের ইমাম মাওলানা বিলাল আহমদ, মোঃ নুরুল ইসলাম, আলাউদ্দিন, ফিরোজ মিয়া, আফাজ উদ্দিন, আমির হোসেন, রফিক মিয়া, নাজির হোসেন, জসিম উদ্দিন, মোদাব্বির হোসাইন, আব্দুল আওয়াল, জিন্নাত আলী, মোঃ হাবিবুর রহমান, সালাউদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শরীফপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিনের পুত্র দেলোয়ার একজন শালিস ব্যাক্তিত্বের উপর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যে ১০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ এনছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে এলাকায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সঠিক তথ্য যাছাই করে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানান তারা।
বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন, নুরুল আমিনের পুত্র দেলোয়ার সুনামগঞ্জ কোর্টে মহুরী পেশার সুবাধে অনেক সময় গ্রামের নীরিহ মানুষকে নানাভাবে হয়রানি করেন। জমিজামা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি করেন। মানুষের সাথে প্রতারনা করে আমাদের এলাকা থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন দেলোয়ার। তার হয়রানির শিকার হয়নি এমন মানুষের সংখ্যা খুব কম। তার এসব অপকর্মের প্রতিবাদ করতে গেলেই সে চাঁদাবাজ বলে হামলা-মামলায় সাধারন মানুষকে জর্জরিত করেন। তার কাছে বাঁধা দিলেই নানা অপবাদ দিয়ে মানুষের মানহানি করেন। প্রশাসনের কাছে জোর দাবী জানাই যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করা হয়। কেননা আমাদের গ্রামে চাঁদা দেওয়া নেয়া সংক্রান্ত এমন কোন ঘটনা ঘটেছে সেটা কেউ বলতে পারবে না। তাই আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাই বলে জানান গ্রামবাসীরা।