বিশেষ প্রতিনিধি:
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা নিশ্চিত করতে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্রই যথেষ্ট ছিল, কিন্তু লাল-সবুজের মেয়েরা জয় দিয়েই ট্রফি নিজেদের করে নেয়।
সোমবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফাইনাল রূপ নেওয়া ম্যাচে নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। চার গোলই এসেছে ঠাকুরগাঁওয়ের ফরোয়ার্ড সাগরিকার পা থেকে, যিনি নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এসেই দেখালেন চেনা ঝলক।
সাগরিকার জাদুতে উড়ল বাংলাদেশ
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ ৭ মিনিটে এগিয়ে যায়। পূজা দাসের পাসে সাগরিকা ঢুকে পড়েন ডি-বক্সে এবং কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন। কিছুক্ষণ পরেই দ্বিতীয় সুযোগে গোলবঞ্চিত হলেও ৫১ মিনিটে ব্যবধান বাড়ান সাগরিকা। উমেহলার পাসে বক্সে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
৫৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই নাম্বার টেন। মাঝ মাঠ থেকে আসা উঁচু বলে প্রতিপক্ষকে হারিয়ে চিপ শটে জালে পাঠান বল। এরপর ৭৭ মিনিটে মুনকির চমৎকার পাস থেকে চতুর্থবারের মতো স্কোরশিটে নাম লেখান সাগরিকা।
নেপাল প্রথমার্ধে কিছু ভালো সুযোগ তৈরি করলেও গোলরক্ষক মিলির দৃঢ়তায় গোল করতে পারেনি। বিশেষ করে ১৯ মিনিটে সুকরিয়া মিয়ার হেড দুর্দান্তভাবে রক্ষা করেন তিনি।
মানবিক শ্রদ্ধা
ম্যাচ শুরুর আগে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন খেলোয়াড়রা।
এই জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। টুর্নামেন্টে এটি ছিল সাগরিকার দ্বিতীয় হ্যাটট্রিক, মোট গোলসংখ্যা ৭।