দৈনিক তালাশ নিউজ ডেস্ক:
অসুস্থতা বোধ করায় বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাঁকে হাসপাতালে নেয়া হচ্ছে। তবে শারীরিকভাবে কিছুটা অস্বস্তিবোধ করায় দ্রুততার সঙ্গে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডা. জাহিদ হোসেন বলেন, “শারীরিক কিছু উপসর্গ দেখা দেওয়ায় এবং নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজনে ম্যাডামকে হাসপাতালে নেয়া হচ্ছে। ভর্তি করা হবে কি না, তা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নির্ধারণ করবেন।”
উল্লেখ্য, লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এটি তাঁর দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে চেকআপ।