ডেস্ক রিপোর্ট::
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ঘোষিত তফসিল নিয়ে অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের দাবি, ভোটার তালিকায় অনেক ছাত্রলীগ নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং বিচারাধীন অনেক বিতর্কিত ব্যক্তিকেও রাখা হয়েছে। ছাত্রদলের অভিযোগ—‘বিশেষ উদ্দেশ্যে’ তড়িঘড়ি করে এ তফসিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
ছাত্রদল নেতারা বলেন, ক্যাম্পাস ও হলে ছাত্ররাজনীতি কীভাবে চলবে, তার একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন প্রয়োজন। এ প্রেক্ষাপটে তারা ঢাবি ভিসির সঙ্গে বৈঠক করেন।
সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলছে। এতে জড়িতরা প্রায়ই মব সৃষ্টি করছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিবির দখল করে রেখেছে বলেও তিনি দাবি করেন। এ পরিস্থিতি বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ছাত্রদলের হল কমিটিতে থাকা নারীদের বিভিন্নভাবে হেনস্তা ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ফেসবুক গ্রুপে ছাত্রদলকে নিয়ে নামে-বেনামে বিষোদগার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এভাবে ছাত্রদলকে কোণঠাসা করার চেষ্টা চলছে।
ছাত্রদল নেতারা আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা জানতে চেয়েছেন—ভবিষ্যতে ছাত্ররাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান কী হবে।