অনলাইন ডেস্ক | দৈনিক তালাশ নিউজ
প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে সড়ক নির্মাণে ব্যয় অনেক বেশি বলে জানিয়েছেন সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, রাস্তাঘাট দুর্নীতির বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমানো গেলে ব্যয় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস করা সম্ভব।
রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরের ভোগড়া এলাকায় ১৮ কিলোমিটার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, সড়ক নির্মাণের পাশাপাশি রেলপথ, নদীপথ ও বিমানযোগে যাতায়াত বাড়াতে হবে। সড়ক নির্ভরতা কমাতে মন্ত্রণালয় ইতোমধ্যে মাল্টি-লেভেল প্ল্যান হাতে নিয়েছে। এতে সড়ক, রেল ও নদীপথকে সমন্বিতভাবে দেখা হবে।
তিনি জানান, ঢাকার যানজট কমাতে আরও বাইপাস প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তি পরিবর্তন করে এমনভাবে রাস্তা নির্মাণ করতে হবে যাতে বারবার মেরামতের প্রয়োজন না পড়ে।
অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।