দৈনিক তালাশ নিউজ প্রতিবেদন::
বন্যা নিয়ে দুঃসংবাদ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (১৫ আগস্ট) এ তথ্য পাওয়া যায়।
টানা ভারি বৃষ্টিপাতের কারণে দেশের অন্তত ১২ জেলার নিম্নাঞ্চল বন্যার কবলে পড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে প্রবল বৃষ্টিপাত হয়েছে। আগামী ৭২ ঘণ্টা সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে কুশিয়ারা নদীর পানি বাড়ছে, যদিও সুরমা নদীর পানি কিছুটা কমে বিপৎসীমার নিচে নেমে গেছে। আগামী দুদিন স্থিতিশীল থাকলেও পরবর্তী দিনে আবার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, রংপুর বিভাগের ধরলা নদীর পানি বাড়ছে, আর তিস্তা ও দুধকুমার নদীর পানি কমেছে। তবে আগামী ৪৮ ঘণ্টা হ্রাস পেলেও তৃতীয় দিনে আবার পানি বাড়তে পারে, এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা আছে।
এ ছাড়া পদ্মা ও ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়ছে, যা আগামী কয়েকদিন স্থায়ী হতে পারে। ফলে রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ঢাকা সহ আরও কয়েক জেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে যেতে পারে।