1. talashnewsbd@gmail.com : দৈনিক তালাশ নিউজ : দৈনিক তালাশ নিউজ
  2. info@www.talashnews.online : দৈনিক তালাশ নিউজ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে সদর উপজেলা ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মধ‍্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত  ছাতকে প্রশাসনের কর্মকর্তাদের সাথে সৌজন্যে সাক্ষাত করেন পূজা কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ  ছাতকে থানা পুলিশের অভিযানে ভারতীয় ৫০ বোতল মদসহ গ্রেফতার-১ ঐতিহ্যবাহি কিনব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে—-জেলা প্রশাসক, সিলেট। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে  সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত   ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় চিংড়ি শুটকি, ট্রাক সহ গ্রেফতার ১  ছাতকের জাউয়াবাজারে বিএনপির সভায় সাবেক এমপি মিলন—জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে সিলেটের গোলাপগঞ্জে অর্ধ কোটি টাকার ভূমি উদ্ধার করেছে প্রশাসন  ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার *আওয়ামীলীগ নেতা হাজী বুলবুল তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১৭ জন আটক, নৌকা ও বালু জব্দ

দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে- সেনাপ্রধান

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক | দৈনিক তালাশ নিউজ

 

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে।”

 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হন।

 

সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ

 

সেনাপ্রধান বলেন, “সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় অবশ্যই পেশাদারিত্ব দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না।”

 

সমালোচনার জবাব

 

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে নিয়ে হওয়া নানা কটূক্তির জবাবে তিনি বলেন, “এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তারা আমাদের সন্তানের বয়সী তরুণ। বড় হলে নিজেরাই ভুল বুঝতে পারবে এবং লজ্জিত হবে।”

 

অভিযোগে তদন্ত চলছে

 

কারো নাম উল্লেখ না করে সেনাপ্রধান জানান, এক সেনাসদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না।

এছাড়া, আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে বলে জানান তিনি। নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় না দেওয়ার কথাও স্পষ্টভাবে উল্লেখ করেন সেনাপ্রধান। তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে নয়, কেবলমাত্র অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

 

কর্মকর্তাদের প্রতি বার্তা

 

ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই কেউ যাতে অপরাধে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে শুরু থেকেই খেয়াল রাখতে হবে। অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া কিছুই নয়।”

 

নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর প্রস্তুতি

 

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, “দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন, যা আগে হয়নি। তাই জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট