দৈনিক তালাশ নিউজ ডেস্ক :
দেশের প্রধান চারটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে এসব দলের শীর্ষ নেতারা এই প্রতিশ্রুতি দেন, ফ্যাসিবাদ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ঘোষণা দেন।
বৈঠকে অংশ নেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও হামিদুর রহমান আযাদ; এনসিপির নাহিদ ইসলাম ও আখতার হোসেন এবং ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকন ও গাজী আতাউর রহমান।
তবে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কিছু জানাননি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হবে বলে বলা হয়। এনসিপির পক্ষ থেকেও কিছু বলা হয়নি।
বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান-
বিশেষ করে গতকাল মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় জাতির হৃদয় বিদীর্ণ হয়েছে এবং সেখানে নিহত শিশুদের পরিবারে যথাযথ সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। আহতদের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন -“যেখানে ফ্যাসিবাদ, সেখানেই আমরা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব।” তিনি বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু ফ্যাসিবাদী শক্তি গুজব ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে, যা রোধে রাজনৈতিক ঐক্য জরুরি।
ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান জানান, বৈঠকে অংশ নেওয়া নেতারা সরকারের পাশে থেকে আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।