দৈনিক তালাশ নিউজ অনলাইন ডেস্ক ::
মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গুরুত্বারোপ করেছেন নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশে।
শনিবার (১৯ জুলাই) প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, “শুধু দক্ষ প্রকৌশলী তৈরি করলেই হবে না, আমাদের প্রয়োজন সৎ, নীতিবান এবং শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ। প্রকৃত অর্থে দেশ তখনই উপকৃত হবে, যখন একজন পেশাদার কেবল মেধাবীই নয়, বরং নৈতিক মূল্যবোধে বলীয়ান একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।”
তিনি বলেন, “আমরা দেশে বহু প্রতিভাবান শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, প্রশাসক ও সামরিক কর্মকর্তা তৈরি করছি। কিন্তু যদি তাদের মধ্যে মানবিক গুণাবলি ও নৈতিকতা না থাকে, তাহলে তাদের কাছ থেকে জাতির প্রত্যাশিত অবদান আসবে না। তাই আমি সবসময় শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সততার সঙ্গে ভালো মানুষ হওয়ার আহ্বান জানাই।”
সম্মেলন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, “এই আন্তর্জাতিক ফোরামটি প্রযুক্তির উন্নয়ন, বাস্তব সমস্যার সমাধানে নতুন দৃষ্টিভঙ্গি এবং আন্তঃবিষয়ক জ্ঞানের আদান-প্রদানের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। বৈচিত্র্যময় গবেষণা, একাডেমিক সংলাপ এবং যান্ত্রিক ও প্রায়োগিক বিজ্ঞানে নবতর ধারণা উপস্থাপনের মাধ্যমে এটি অংশগ্রহণকারীদের জন্য জ্ঞানের নতুন দ্বার উন্মোচন করেছে।”
সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, “আপনাদের উৎসাহ, আন্তরিকতা ও চিন্তাশীল অংশগ্রহণ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা ভবিষ্যতেও আপনাদের আবার স্বাগত জানাতে চাই। শিক্ষার্থী ও উদীয়মান গবেষকদের প্রতি আমার আহ্বান থাকবে—কৌতূহলকে ধারণ করুন, সৃজনশীলতায় অটুট থাকুন এবং প্রযুক্তি ও জ্ঞানের সীমানা ভেঙে এগিয়ে যান।”
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, এই সম্মেলন শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার এক শক্তিশালী উৎস হিসেবে কাজ করবে।