দৈনিক তালাশ নিউজ অনলাইন ডেস্ক ::
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার জাতীয় শোক ঘোষণা করেছে সরকার।
দুর্ঘটনায় প্রাইমারী শিক্ষার্থী শিশুসহ নিহত আহতদের সংখ্যা অনেক। আহতদের মধ্যে অধিকাংশই স্কুল শিক্ষার্থী, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার সময় ভবনে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির ক্লাস চলছিল বলে জানিয়েছেন শিক্ষকরা। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, বিমানটি ভবনের গেটে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায় এবং চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আইএসপিআর জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
সরকার ঘোষিত শোক দিবসে মঙ্গলবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।