ছাতক প্রতিনিধিঃ
ছাতকে চেস ক্লাবের ১৭ সদস্য এবং ৫ সদস্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে ছাতক চেস ক্লাবের অস্হায়ী কার্যালয়ে মন্ডোলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলামের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সভাপতি হেলালুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ আহমদ রাজু, সহ-সভাপতি ফখরুল আলম চৌধুরী, আব্দুল কাদির, সাধারণ সম্পাদক আবু সায়েদ তাজেদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস খাঁ, আরফান আলী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক কবিন্দ্র কুমার দাস, অর্থ সম্পাদক রুপক চক্রবর্তী, প্রচার সম্পাদক সায়েদুর রহমান আরজ, সহ-প্রচার সম্পাদক আলাল মিয়া, দপ্তর সম্পাদক স্বপন দেবনাথ, কার্যকরী কমিটির সদস্য খোরশেদ আলম ইলাদ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সত্যেন্দ্র কুমার দাস, সহকারী শিক্ষক গোলাম মাওলা, দুলন আচার্য। একই সভায় ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি, ডা. করুনা সিন্ধু রায়, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অজয় কৃষ্ণ পাল ও সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তমাল পোদ্দার। নবগঠিত কমিটিকে গতিশীল, আগামীতে ছাতকের সকল ক্রীড়ামোধী ভাইদের নিয়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করা ও ছাতক চেস ক্লাবের স্হায়ী কার্যালয় স্হাপনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।