সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে দোয়া-মিলাদ, আলোচনা ও শিক্ষার্থীদের মধ্যে ক্বিরাত, গজল ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন গদার মহল জামে মসজিদের ঈমাম ও খতিব মাও. আকতার হোসেন।
এ সময় গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুস ছালাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুধাংস শেখর দাস, সহকারী শিক্ষক কবির আহমদ, স্থানীয় নিজাম উদ্দিন, মোঃ জাকির হোসেন, ইকবাল হোসেন, শোয়েব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিরনী বিতরণ করা হয়। ##