স্টাফ রিপোর্টার:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে শিবিরের নেতাকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ইব্রাহিম, সদস্য সচিব সাদিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান। এছাড়াও কলেজ ছাত্রদল নেতা মোজাম্মেল মিনহাজ, ইমরান, বাপ্পি, ইয়াহিয়া, মোহাম্মদ আলী, রাসেল, দিগন্ত ও রুহি প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো: ইব্রাহিম বলেন,
“শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড আজ নারী শিক্ষার্থীদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নারী শিক্ষার্থীদের প্রকাশ্যে হুমকি দেওয়া ও হেনস্তা করার মতো ন্যক্কারজনক ঘটনা দেশের শিক্ষা পরিবেশ বিনষ্ট করছে। আমরা সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাদিকুর রহমান চৌধুরী বলেন,
“দেশব্যাপী নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে শিবির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সাইবার বুলিং চালাচ্ছে। বিএনপি ও ছাত্রদল কখনো নারীর মর্যাদাহানি মেনে নেবে না। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে আমরা যে কোনো আন্দোলনে রাজপথে সোচ্চার থাকবো।”