1. talashnewsbd@gmail.com : দৈনিক তালাশ নিউজ : দৈনিক তালাশ নিউজ
  2. info@www.talashnews.online : দৈনিক তালাশ নিউজ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে সদর উপজেলা ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মধ‍্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত  ছাতকে প্রশাসনের কর্মকর্তাদের সাথে সৌজন্যে সাক্ষাত করেন পূজা কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ  ছাতকে থানা পুলিশের অভিযানে ভারতীয় ৫০ বোতল মদসহ গ্রেফতার-১ ঐতিহ্যবাহি কিনব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে—-জেলা প্রশাসক, সিলেট। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে  সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত   ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় চিংড়ি শুটকি, ট্রাক সহ গ্রেফতার ১  ছাতকের জাউয়াবাজারে বিএনপির সভায় সাবেক এমপি মিলন—জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে সিলেটের গোলাপগঞ্জে অর্ধ কোটি টাকার ভূমি উদ্ধার করেছে প্রশাসন  ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার *আওয়ামীলীগ নেতা হাজী বুলবুল তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১৭ জন আটক, নৌকা ও বালু জব্দ

সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের মাওলানা মুখলিছুর রহমান চৌধুরীর সমর্থনে উলামা মাশায়েখ ও সুধী সমাবেশ।

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

‎বিশেষ প্রতিনিধি ::

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীর সমর্থনে উলামা মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৭ আগস্ট) বিকেল ২টায় সুনামগঞ্জ সদর ও পৌরসভা জমিয়তের উদ্দ্যোগে শহরের পাবলিক লাইব্রেরী হলে ২টি অধিবেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পর্যায়ক্রমে সদর উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা হাফিজ নাজমুল ইসলাম ও পৌরসভা জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দীন। যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন ও পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা মুবাশ্বির আলী বর্মাউত্তরী।

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী। সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী।

‎টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা প্রিন্সপাল, সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী, ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী।

‎সমাবেশে উলামা মাশায়েখগনের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জমিয়তের প্রবীন মুরুব্বি

‎মাওলানা আব্দুল ওয়াদুদ কলাইয়া, মাওলানা আব্দুল মুক্তাদির মোহনপুরী, মাওলানা মাহমুদ হোসাইন বর্মাউত্তরী, মাওলানা আব্দুল আউয়াল পৈন্দা, মাওলানা মুখলিুর রহমান শাখাইতি, মাওলানা আব্দুল হক আহমদী, মাওলানা আব্দুর রকিব।

‎বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবুল কাসেম সাইদ, সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসাইন, জমিয়তনেতা মাওলানা নুর হোসাইন, মাওলানা তৈয়্যিবুর রহমান, মাওলানা আব্দুল বাছিত, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ ত্বোহা হোসাইন, মাওলানা তায়েফ আহমদ, মুফতি মোস্তফা কামাল,মাওলানা নুর হুসাইন আজীজ,মাওলানা আব্দুল বারী,মাওলানা তৈয়্যবুর রহমান,মাওলানা মুশার্রফ হুসাইন, মাওলানা উবায়দুল্লাহ, ম মাওলানা উবায়দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল মালিক ত্বোহা, যুবনেতা মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা হাফিজ দুলাল আহমদ প্রমুখ।

‎সমাবেশে বক্তারা বলেন, জমিয়ত একটি ঐতিহ্যবাহী সংগ্রামী কাফেলা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রামে অংশ হিসেবে জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করে আসছে। আগামি নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি কাজ করবেন।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শতবর্ষী ঐতিহ্যবাহী রাজনৈতিক কাফেলা হিসেবে সব সময় ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, রাজনীতি জনগণের কল্যাণের মাধ্যম, ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধার মাধ্যম নয়।

‎তিনি দলের ইতিহাস ঐতিহ্য উল্লেখ করে বলেন জমিয়তের অবস্থান সুদৃঢ়, স্বতন্ত্র ও নীতিনিষ্ঠ। জমিয়ত কারও হুমকি, ফাঁদ বা চাপের নীতিতে বিশ্বাস করেনা।

‎জেলা জমিয়তে সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী বলেন জমিয়ত ইসলামি ঐক্যের বিপক্ষে নই, তবে তা হতে হবে স্বচ্ছ, শ্রদ্ধাপূর্ণ ও নৈতিকতার ভিত্তিতে। তিনি বলেন জনগণের স্বার্থ ও দেশের ভবিষ্যৎ বিবেচনায় গঠিত ঐক্যই ফলপ্রসূ হতে পারে বলে আমরা বিশ্বাস করি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট