বিশেষ প্রতিনিধি ::
আসন্ন সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: ১৮৬৬)-এর ৭ম ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে শহরের পুরাতন বাসস্টেশনে শ্রমিক, চালক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও লাইটেস মার্কার প্রতীকধারী মো: ফারুক আহমদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় তিনি বলেন,
“আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিভিন্ন পদে প্রায় ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আমিও একজন পদপ্রার্থী। আমি আমার প্রিয় ভোটারদের কাছে আহ্বান জানাই— আপনারা লাইটেস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।”
তিনি আরও জানান, নির্বাচনী পরিবেশ এখন উৎসবমুখর। এ নির্বাচনে মোট ২,২৭৯ জন ভোটার রয়েছেন। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
আশাবাদ ব্যক্ত করে ফারুক আহমদ বলেন,
“আমি বিশ্বাস করি শ্রমিক ও প্রাণপ্রিয় চালক ভাইয়েরা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।