বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের পাশে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।
সোমবার (১৮ আগস্ট ২৫ইং) সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে সদর মডেল থানার এস.আই নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এই লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এস.আই মাহমুদুল জানান, কাঠইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের পাশে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত লাশের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম বলেন, কাঠইর ইউনিয়নে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হচ্ছে ।