স্টাফ রিপোর্টার::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং তাঁর সুস্থতা কামনায় সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) জোহরের নামাজের পর সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের নামাজ খানায় এ মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন এবং দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইফতেখার হোসাইন (জুহা), সদস্য সচিব আব্দুল মাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ— মোসলেহ উদ্দিন সোহেল, সালমান আহমদ, সামিউল হাসান, রেজুয়ান আহমদ, আপন, মহসিন, রেদুয়ান এবং মোকতাদির নুর ফাহিম।