স্টাফ রিপোর্টার::
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বাদ যোহর সুনামগঞ্জ সরকারি কলেজ মসজিদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার পাশাপাশি দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান, কলেজ ছাত্রদল নেতা ইমরান হোসেন কিরণ, কবির, আজহারুল ইসলাম আল-আমিন, নাঈম, রাসেল, বাপ্পি প্রমুখ।
সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো: ইব্রাহিম বলেন, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর দীর্ঘ জীবন ও সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।