জগন্নাথপুর ( সুনামগঞ্জ ) প্রতিনিধি ::
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলা পূর্ব শাখার উদ্যোগে এস এস সি/দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় একটি হলরুমে শতাধিক কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পূর্ব শাখার সভাপতি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন, প্রধান আলোচকের আলোচনা রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসিন খান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা শিবিরের সেক্রেটারি নুরনবি, জামায়াত নেতা রাহি কামালি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, তানভির হাসান,জাবের হাসান,এমরান হোসাইন, সামসুল ইসলাম, জুবায়ের আহমদ প্রমুখ।