স্টাফ রিপোর্টার ::
১৩ আগস্ট ২০২৫, বুধবার
সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগ এর আয়োজনে এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। “পরিচ্ছন্ন বনায়ন করি, সুরক্ষিত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য নিয়ে ৭ আগস্ট শুরু হওয়া এ মেলা ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ। সভাপতিত্ব করেন জনাব মাহমুদুল হক খান, বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, সুনামগঞ্জ।
এবারের বৃক্ষমেলায় অংশ নেয় মোট ১৯টি নার্সারি। পুরো মেলায় বিক্রি হয়েছে ৩১ হাজার চারা গাছ, যার আর্থিক লেনদেন দাঁড়ায় ১০ লক্ষ ২৫০ টাকা।
সমাপনী অনুষ্ঠানে সর্বাধিক মনোযোগ কেড়ে নেয় প্রথম পুরস্কার বিজয়ী আনিকা নার্সারি। নার্সারির সত্বাধিকারী রাজু খান দীর্ঘদিন ধরে মানসম্মত চারা উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে এলাকায় পরিচিতি পেয়েছেন। মেলায় তার স্টলে ছিল বৈচিত্র্যময় ফলজ, বনজ ও ঔষধি গাছের সমাহার, যা ক্রেতাদের ব্যাপক আগ্রহ কেড়েছে। পুরস্কার গ্রহণের পর রাজু খান জানান—
“এই পুরস্কার শুধু আমার নয়, এটি আমার নার্সারির কর্মীদের পরিশ্রমের স্বীকৃতি। ভবিষ্যতে আরও মানসম্মত ও বিরল প্রজাতির চারা সংযোজন করার চেষ্টা করব।”
দ্বিতীয় স্থান অধিকার করে আর এইচ এম নার্সারি এবং তৃতীয় স্থান অর্জন করে মা বাবার দোয়া নার্সারি।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও ছাদ বাগানের প্রতি মনোযোগ বাড়াতে আগ্রহ সৃষ্টিতে এই ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আগামী বছর আরও বড় আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে।