ডেস্ক রিপোর্ট::
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের তারিখ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধান ছাড়া তা গ্রহণযোগ্য হবে না। সংস্কার ছাড়া নির্বাচন হলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।”
মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
নাসীরুদ্দীন হুঁশিয়ার করে বলেন, তরুণদের হাত ধরেই গণভবনের মতো বঙ্গভবনের পতন ঘটবে। একই সিস্টেমে নির্বাচন হলে এত প্রাণহানির প্রয়োজন ছিল না। তিনি অভিযোগ করেন, দেশের গণমাধ্যম বিকল্প ধারা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে, বরং মালিক ও সম্পাদকরা দালালি করছেন।
গোয়েন্দা সংস্থার সমালোচনা করে তিনি বলেন, “ডিজিএফআই শুধু ভীতি প্রদর্শন করে। প্রয়োজনে এর সদর দপ্তরও ভেঙে দেওয়া হবে।” কর্মসংস্থানের সংকট তুলে ধরে তিনি বলেন, “দালাল ব্যবসায়ী শ্রেণি তৈরি হয়েছে, অথচ বেকারদের চাকরি নেই—এ অবস্থায় নির্বাচনের অর্থ কী?”
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচন করতে হবে।