স্টাফ রিপোর্টার::
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টায় শহরের পৌর মার্কেটের সামনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ নুর। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, এ কে কুদরত পাশা এবং দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন।
বক্তারা বলেন, দেশে সাংবাদিকরা বারবার হত্যা ও নির্যাতনের শিকার হলেও দৃশ্যমান কোনো বিচার হয় না। সাগর-রুনির হত্যা মামলার চার্জশিট এখনও দাখিল হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণেই সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। তারা নতুন বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মাহবুবুর রহমান পীর বলেন, “দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে তুহিন হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। নতুবা দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”