স্টাফ রিপোর্টার ::
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ মাহবুবুর রহমানকে বদলি করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: আবুল হাদী মোহাম্মদ শাহ পরানকে বদলি করে তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক সমমান) হিসেবে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছে।
১০ আগস্ট ২০২৫ তারিখে জারি হওয়া এ আদেশে আরও কয়েকজন কর্মকর্তার পদায়ন পরিবর্তনের কথাও উল্লেখ রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১৪ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি (Stand Released) হিসেবে গণ্য হবেন।
এর আগে বিগত ২৮ জুলাই সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ মাহবুবুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ জজ আদালতে মামলা দায়ের হয়। মামলায় অভিযোগ আনা হয়, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৬৪ জন কর্মীকে আর্থিক লেনদেন ও যোগসাজশের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে প্রত্যাশীদের কাছ থেকে ৮০–৯০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।
এছাড়া হাসপাতালে রোগীদের সঠিক চিকিৎসা না দেওয়া, প্রয়োজনীয় যন্ত্রপাতি নষ্ট দেখানো এবং টেকনিশিয়ান নেই অজুহাতে রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোসহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে।