অনলাইন ডেস্ক::
আগামী বছরের রমজানের আগে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে শিগগিরই নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে তিনি বলেন, “আমাদের অন্তর্বর্তী সরকারের শেষ দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা। এই মহান দিবসে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার পর থেকেই আমরা আমাদের সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি—নির্বাচনের আয়োজন এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।”
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবেন, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “এই নির্বাচন যেন দেশের ইতিহাসে শান্তিপূর্ণ, উৎসবমুখর, এবং সর্বোচ্চ ভোটার অংশগ্রহণের দৃষ্টান্ত হয়—এমন লক্ষ্যেই আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।”
তিনি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা দোয়া করবেন যেন আমরা একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে পারি এবং সব নাগরিক মিলে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার পথে সফলভাবে এগিয়ে যেতে পারি।”
ভাষণে ড. ইউনূস আশা ব্যক্ত করেন, “নির্বাচনকে আনন্দ-উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে আগামীকাল থেকেই মানসিক প্রস্তুতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।”