স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের পৌর শহরের উকিল পারা রিভারভিউ রোডস্থ শুভ উদ্বোধন হলো মিট বক্স চাইনিজ রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টার।
শুক্রবার ( ১ আগস্ট ) জুম্মার নামাজের পর এক মিলাদ মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে এই চাইনিজ রেস্টুরেন্ট। নিরিবিলি পরিবেশে অবস্থিত আধুনিক এ চাইনিজ রেস্টুরেন্টে থাকছে পার্টি সেন্টারও। এছাড়াও তালিকায় থাকছে, পিৎজা, বার্গার, স্যুপ,চাউমিন,বিরিয়ানি, পাস্তা,ওবেন বেকড পাস্তা,ফ্রাইড রাইস,বিভিন্ন ধরনের কারি,সেট মেনু-সহ অনেক ধরনের ডেজার্ট আইটেম ।
এটি খুব দ্রুতই খাদ্যপ্রেমীদের পছন্দের তালিকায় স্থান করে নেবে।এবং ফুড লাভার্স ও রসিকদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশাবাদী রেস্টুরেন্টটির কতৃপক্ষ।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার সিনিয়র শিক্ষক, ব্যবসায়ীবৃন্দ স্থানীয় এলাকাবাসী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।