সুনামগঞ্জ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জে একটি গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের প্রাঙ্গণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রদর্শনীতে স্কুল, কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
গণঅভ্যুত্থানের তাৎপর্য ও দেশের ইতিহাসে এর গুরুত্ব তুলে ধরে বিভিন্ন গ্রাফিতি চিত্রিত করা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আমার দেশকে বলেন, নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়াই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক হবে।