বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহ্ ফরহাদ’কে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত সুনামগঞ্জ পৌর কলেজ ছাত্রদলের নবনিযুক্ত সদস্য সচিব আব্দুল মাহিন, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন সোহেল ও রেজুয়ান আলম সহ নেতৃবৃন্দ শাহ্ ফরহাদকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক মহসিন চৌধুরী রুবিন।
শুভেচ্ছা বিনিময় কালে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের নেতা তোফাজ্জল আহমদ চৌধুরী ও পৌর ছাত্রদল নেতা মুস্তামিম রাজা।
এ উপলক্ষে ছাত্রদল নেতা মুস্তামিম রাজা বলেন, “আমাদের রাজনৈতিক পথ প্রদর্শক শাহ্ ফরহাদ চাচা ছাত্রদলের নেতৃত্বে থাকা কালীন সময়ে তাঁর হাত ধরেই আমরা ছাত্র রাজনীতিতে যুক্ত হই। তাঁর দিকনির্দেশনায় আমরা এখনো কেন্দ্র ঘোষিত ছাত্রদলের সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। তিনি সব সময় আমাদের সাহস ও উৎসাহ দিয়ে চলেছেন। আমরা ছাত্রদলে কোনো স্বীকৃতি পেলে তাঁকে সম্মান জানাতে ভূলি না।”
নবনিযুক্ত সদস্য সচিব আব্দুল মাহিন বলেন, “শাহ্ ফরহাদ চাচা সাবেক ছাত্রনেতা হলেও আমাদের দলীয় কার্যক্রমে সবসময় উৎসাহ ও উদ্দীপনা জোগান। তিনি নিজ উদ্যোগে আমাদের প্রতি খেয়াল রাখেন, দিকনির্দেশনা দেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। সেই সাথে জেলা ছাত্রদলের আহ্বায়ক মমিত ইসলাম ভাই ও সদস্য সচিব তারেক মিয়া ভাইকে আমার প্রতি আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, যেন আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করতে পারি।”