স্টাফ রিপোর্টার:
বুধবার ( ৩০ জুলাই) সন্ধ্যার দিকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আওতাধীন জামালগঞ্জ উপজেলার আংশিক কমিটিতে মনির তালুকদারকে সভাপতি ও তালহা আহমেদ বাপ্পিকে সাধারণ সম্পাদক এবং আইযুব খানকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করে জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মুজাহিদ আলী খোকন ও সাধারণ সম্পাদক নাজির খান।
স্বাক্ষরিত বিবৃতিতে আগামী ১ বছরের জন্য ৪৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটি নিয়ে অনুভূতি জানতে চাইলে জেলা কমিটির সভাপতি মুজাহিদ আলী খোকন বলেন, সততা, নিষ্ঠা ও সকল বাধাবিপত্তি অপ্রতিরোধ্য ভাবে অতিক্রম করে এগিয়ে যাবে জামালগঞ্জ উপজেলার নবগঠিত কমিটি।
সেই সাথে,জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তিমন চৌধুরী ধন্যবাদ জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবে,বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালগঞ্জ উপজেলার কমিটি।