স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) জেলা শাখার উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হতে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সারাদেশের ন্যায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) জেলা শাখার সভাপতি অ্যাড. আবু হানিফ নোমান।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাও. নুর হোসাইন।
এ ছাড়াও বক্তব্য রাখেন চাইল্ড কেয়ার একাডেমির অধ্যক্ষ আজিজুল হক মাসুক ও চাইল্ড হেভেন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাও. রুহুল আমিন, ডেফডিল কিন্ডার গার্টেনের অজিত কুমার দাস, সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরিন, শিক্ষক মুত্তাকিন রহমান, সংগঠনের সদস্য মাও. মুবাশ্বির আলী, মোহাম্মদ আব্দুশ শহীদ, শিক্ষক শহীদুল ইসলাম, শিক্ষার্থী তিতাস চক্রবর্তী, ইশরাত জাহান, নিঝুম আক্তার, নুসাই বিনতে আজাদ, নুসরাত, আয়েশা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বাদ দিয়ে ১৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ প্রাথমিক অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সারাদেশের ন্যায় একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছি।
তারা বলেন, ২০০৭ সাল থেকে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা ২০১৯ সাল পর্যন্ত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন আসছে। বর্তমানে তা বাতিল করা হয়েছে। আমরা বৈষম্যবিহীন দেশে বৈষম্যের শিকার হচ্ছি। যদি আমরা বৃত্তি থেকে বঞ্চিত হই, তাহলে লাগাতার আন্দোলনের ঘোষনা দেওয়া হবে।