ডেস্ক রিপোর্ট::
টাঙ্গাইলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-এর একটি সমাবেশে শিক্ষার্থীদের ক্লাস থেকে জোর করে বের করে নিয়ে যাওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে পরিণত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, টাঙ্গাইলের ইতিহাসে বিন্দুবাসিনী বিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনও ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নেয়নি। অথচ গতকাল সোমবার শহরের নিরালা মোড়ে এনসিপির এক পথসভায় অংশ নিতে বিদ্যালয়ের ছাত্রদের ক্লাস থেকে জোর করে বের করে নিয়ে যাওয়া হয়। এ সময় বাধা দিতে গেলে শিক্ষকদেরও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তারা।
ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীরা এনসিপি নেতাদের শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ সচেতন মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।