ডেস্ক রিপোর্ট ::
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ জজ আদালতে। সোমবার (২৮ জুলাই) দুপুরে মামলাটি করেন হাসপাতালের সাবেক পরিচ্ছন্নতা কর্মী তৌহিদ মিয়া।
মামলার আসামীরা হলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান স্বপন (৪৮), সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন (৫০), স্থানীয় আওয়ামী লীগ নেতা সাজিদুর রহমান (৪২), হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান জুবায়ের আহমদ (৩৬), হেলথ এডুকেটর নয়ন দাস (৪০)
সদর উপজেলার বরঘাট গ্রামের শফিকুল ইসলাম (৪৬), গাউসিয়া ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ (৫৩)।
জানা যায়, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদ মিয়া। ২০২৫ সালের ১ জানুয়ারি নতুন জনবল নিয়োগে দরপত্র আহ্বান করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ‘গাউসিয়া ট্রেডার্স সিকিউরিটি, ক্লিনিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত ৬৪ জন কর্মীকে আর্থিক লেনদেন ও যোগসাজশের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে নিয়োগ প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় থাকেনি। অভিযোগ রয়েছে, নিয়োগপ্রত্যাশীদের কাছ থেকে ৮০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হাসপাতালের বিভিন্ন কার্যক্রমেও অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। রোগীদের চিকিৎসা না দিয়ে সিলেট পাঠিয়ে দেওয়া, প্রয়োজনীয় যন্ত্রপাতি নষ্ট দেখিয়ৈ এবং টেকনিশিয়ান নেই অযুহাতে ডায়াগনিস্ট সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। ওষুধ থাকা সত্ত্বেও সেবা না দেওয়া, এমন নানা অনিয়মের তথ্য উঠে এসেছে।
তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান স্বপন জানান, “মামলার বিষয়ে কিছু জানি না। কেউ মামলা করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।”
বাদীপক্ষের আইনজীবী ও সুনামগঞ্জ আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আমিরুল ইসলাম বলেন, “আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। আশা করছি, দ্রুতই এ বিষয়ে আদেশ দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “সুনামগঞ্জবাসী দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের হাতে জিম্মি। জেলা সদর হাসপাতাল দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। এক্সরে মেশিন ও ওষুধ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে পাঠানো হয়। দুর্নীতিমুক্ত করে হাসপাতালকে একটি সত্যিকারের সেবাকেন্দ্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
সূত্র: সুরমা পোস্ট